1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আব্দুল ওয়াদুদ দারা আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দুর্গাপুরে আনন্দ মিছিল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

আব্দুল ওয়াদুদ দারা আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দুর্গাপুরে আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার নাম ঘোষনা করা পরপরই দুর্গাপুর উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন ও তার অনুসারীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেছেন তিনি। এবার মনোনয়নে বড় ধরনের পরিবর্তন এসেছে। বেশ কিছু এমপি বাদ পড়েছেন।

এর মধ্যে রাজশাহীর ছয়টি আসনের মধ্যে তিনজন এমপি এবার বাদ পড়েছেন মনোনয়নে। বাদ পরেছেন রাজশাহী-৫ আসনের এমপি প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান। তার স্থানে মনোনয়ন পেয়েছেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।

গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রাজশাহীর ছয়টি আসন থেকে ৪৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। এর মধ্যে রাজশাহী-৫ আসনে ১১ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST