রাজশাহীর পুঠিয়ার শিবপুরে অবরোধ সফল করতে পিকেটিং করায় দুইজন ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চারঘাট উপজেলা সদরের সাব্বির হোসেনের ছেলে বাধন (২৫) এবং বাঘা উপজেলার বাউশা এলাকার আব্দুল ওহাবের ছেলে মুকুট (২৬)।
বুধবার দুপুর আড়াইটার দিকে পুঠিয়ার শিবপুরে নাটোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায় ছাত্রদলের ১০/১২ জন নেতাকর্মী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে পৌঁছে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, ছাত্রদলের ১০/১২ জনের একটি দল পাঁচটি মোটরসাইকেলে শিবপুরে এসে নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাসে ইট পাটকেল ছুঁড়ে ভাংচুর চালায়। এমসয় পুলিশ ঘটনাস্থলে এসে দুইজনকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় বানেশ্বর বাজারে একটি ট্রাক ভাংচুর করে।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অবরোধ চলাকালে গাড়ী ভাংচুরের ঘটনায় দুইজন ছাত্রদলের কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা পুঠিয়ার বাইরে থেকে এসেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিএ/