নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডা. সানাউল হক, রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. জাওয়াদুল হক, রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেষর ডা. মোসাদ্দেক হোসেন প্রমুখ।
আলাচনা শেষে রাজশাহীর শ্রী সঙ্গীতালয়ের শিল্পীরা ভাষার গান পরিবেশন করেন। এর আগে মহান ভাষা শহীদদের স্মরণে নিরবতা পালন, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকাল ৮টায় প্রভাত ফেরি এবং দিবসের প্রথম প্রহরে রাজশাহী মেডিকেল কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে ভিসি মাসুম হাবিব বলেন, মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রাণের বিনিময়েই আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। তাদের এ অবদান জাতি কোনো দিন ভুলবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তাঁর (প্রধানমন্ত্রী) নির্দেশনা মোতাবেক এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠানে গড়ে তোলার কার্যক্রম এগিয়ে চলেছে।
খবর২৪ঘণ্টা.কম/এমকে