খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: দেশ জুড়ে ঝড় তুলেছিল একটা ভিডিও। প্রিয়া প্রকাশ ভারিয়ার নামক এক অষ্টাদশীর ভ্রু-সঙ্কেত ও চোখ টেপার মুদ্রায় মুগ্ধ হয়েছিল সবাই। ভিডিও হয়েছিল ভাইরাল। প্রিয়া হয়ে উঠেছিলেন ‘ন্যাশনাল ক্রাশ’। কিন্তু এর পাশাপাশি অভিযোগও উঠেছিল গানটি সম্পর্কে। দায়ের হয়েছিল এফআইআর। অবশেষে সেই অভিযোগ সম্পর্কে মুখ খুল সুপ্রিম কোর্ট। সমস্ত অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকার এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এ ব্যাপারে মত জানিয়েছে। ওই অভিযোগের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে বেঞ্চ।
মালয়ালি ছবি ‘ওরু আদর লাভ’এর পরিচালক ওমর লুলু এবং নায়িকা প্রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। অভিযোগ করা হয়েছিল, গানটির কথায় নাকি ইসলাম সম্পর্কে অবমাননা করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র ও তেলেঙ্গানার রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে এই গান সম্পর্কে এমন ধরনের কোনও অভিযোগকে যেন গুরুত্ব না দেওয়া হয়।
প্রসঙ্গত, তাঁর এবং ছবির টিমের বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন জানাতে সোমবার সুপ্রিম কোর্টে হাজিরা দিয়েছিলেন প্রিয়া।
খবর২৪ঘণ্টা.কম/রখ