1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জমকালো আয়োজনের মধ্যদিয়ে ১৪ বর্ষে পদার্পণ করলো দৈনিক রাজশাহীর আলো - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

জমকালো আয়োজনের মধ্যদিয়ে ১৪ বর্ষে পদার্পণ করলো দৈনিক রাজশাহীর আলো

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৪ বছরে পদার্পণ করলো রাজশাহীর স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকা।

বোরবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় পর্যটন মোটেল করপোরেশনে আনুষ্ঠানিকভাবে গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও কেক কেটে পত্রিকাটির বর্ষপুর্তি পালন করেছে। এসময় দৈনিক “রাজশাহীর আলো’র পক্ষ থেকে ২০ জনকে উত্তোরিও এবং ৩ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

এসময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. হাবিবুর রহমান, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মো:ওমর ফারুক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: ওয়ালী খাঁন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়গনাষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি লায়ন ডা: এসএমএ মান্নান, বৃহত্তর ফরিদপুর জনকল্যান সংস্থা রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও রাজশাহী রিপোটার্স ইউনিটি’র সভাপতি আব্দুল মুগনী নিরো, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান সহ বিশিষ্ট জন।

এসময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুব অল্প সময়ে এই পত্রিকাটি সবার মনে একটি জায়গা করে নিয়েছে। বিগত দিনেও দেখেছি এই পত্রিকা উন্নত রাষ্ট্র গঠনে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। এই পত্রিকা আগামীতে আরও ভাল কিছু করবে এমন প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রেখেছে অনেকেই। তবে সকলের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আজিবর রহমান। তিনি তার বক্তব্যে পত্রিকাটির কর্মরত কলাকৌশলী ও তথ্য সংগ্রহকারি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাঠকদের প্রতি। তিনি বলেন আমার পত্রিকাতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হয় বলে পাঠক আজ রাজশাহীর আলো পত্রিকা গ্রহন করেছে। সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও ভালকিছু করবে। সবশেষে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

রাজশাহীর আলো পত্রিকার বার্তা সম্পাদক আজিমা পারভীন টুকটুকির সঞ্চালনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রাজশাহী রিপোটার্স ইউনিটি’র সাংবাদিকসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত পত্রিকাটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST