খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সিক্স প্যাক উধাও। নেই দুধে আলদা সেই গায়ের রঙও। জেল সেটিং চুল একেবারে এলোমেলো। গায়ে নীল রঙের স্টাইপ টি শার্ট আর ছাই রাঙা প্যান্ট। সাইকেলে চেপে জায়পুরের রাস্তায় রাস্তায় ঘুরে ফিরলেন হৃতিক রোশন। তাঁকে দেখে কেউ চিনতেই পারল না। অথচ কিছুদিন বিশ্বের সবথেকে সুন্দর পুরুষের তালিকায় নাম উঠেছে তাঁর! ছক ভেঙে একেবারে অন্যরূপে সামনে এলেন গ্রীক দেবতা। নায়কের এই ডি-গ্ল্যাম লুক সাইবার দুনিয়ায় হটকেক।
গোলাপি শহর জয়পুরে চলছে হৃতিকের আপকামিং ছবি ‘সুপার ৩০’ এর শ্যুটিং। যে ছবিতে একজন সাধারণ মানুষের অসাধারণ গল্প পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক বিকাশ বহেল। যে কাহিনিকে বাস্তবের আয়না হিসেবেই পর্দায় তুলে ধরতে চান পরিচালক। তাই রিয়্যাল লোকেশনেই বেশিরভাগ শুটিং সারছেন তিনি। সেই সূত্রে ‘সুপার ৩০’এর টিম এখন জয়পুরে। যেখানে কাবুলিয়ালার বেশে দেখা গেল নায়কে। যে ছবি শোভা পাচ্ছে নায়কের ট্যুইটার হ্যান্ডেলে।
সালটা ২০০২। ‘সুপার ৩০’-র অভিযান শুরু করেছিলেন আনন্দ কুমার। উদ্দেশ্য ছিল দুঃস্থ পরিবারের মেধাবি পড়ুয়াদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া। আর আইআইটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপযুক্ত করে তোলা। প্রথম বছরেই ৩০ জনের মধ্যে ১৮ জন পড়ুয়া আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তারপর আর থেমে থাকেনি ‘সুপার ৩০’-র যাত্রা। ২০১৭ সালে পরিস্থিতি এমন দাঁড়ায় ৩০ জনের মধ্যে ৩০ জনই আইআইটির প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। এই আনন্দের ভূমিকায় দেখা যাবে রোশন পুত্রকে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।