লালপুর প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপি বিএনপি’র কর্মসূচির অংশ হিসাবে লালপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদোগ্যে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার সন্ধায় গোপালপুর পৌর বিএনপি’র কার্যালয়ে পৌর বিএনপি’র সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন কচির সভাপতিত্বে গণস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুব দলেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ছাত্রনেতা রিমন, সুমন, অন্তর, সজল, মজির, শ্রমিক দলের প্রচার সম্পাদক আলম প্রমূখ ।
উল্লেখ্য লালপুর উপজেলা বিএনপি ও উপজেলার ১০টি ইউনিয়নে অনুরুপ কর্মসুচি পালিত হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ