1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপটেম্বর, ২০২৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা ৩৬ কেজি গাজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা দিকে একটি কার্গো ট্রাকে কাগজের কার্টুনের মধ্যে বিশেষ কৌশলে নয়টি পোটলায় ৩৬ কেজি গাজা এবং মাদক পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী উপপরিচালক জিললুর রহমান এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন, সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলাম আকন্দ, সহকারী উপ-পরিদর্শক শাহজাহান আলী, সহকারী উপ-পরিদর্শক বায়েজিদ হোসেন এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠনপূর্বক চারদিন অপেক্ষার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান পরিচালনা করে বুধবার সকালে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কামারপাড়া বড়াইল নামক স্থানে নওগাঁ হতে রাজশাহী গামী মহাসড়কের পূর্ব পাশের্ব বড়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে পুরাতন কার্টুন বহনকারী একটি টাটা কার্গো ট্রাক তল্লাশী করে ৩৬ কেজি উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার ও একটি ট্রাকটি জব্দ করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃত আসামীরা হলো, বগুড়া জেলা সদর চকফরীদ কলোনী খুলুপাড়া এলাকার আব্দুর রহিম (৩৭), শাজাহানপুর থানা পূর্ব পাড়া (কাগজী পাড়া) এলাকার তানভীর (২২)। জব্দ করা ট্রাকে করেই আসছিলেন তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে।

এব্যাপারে মোহনপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST