রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সদর ইউনিয়নের বিদু নামের এক চা বিক্রেতার প্রায় শতাধিক ফলন্ত কলা গাছ কেটে নষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতের আধারে যেকোনো সময়ে দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, উপজেলার বারইপাড়া গ্রামের কলা চাষী মৃত, আতাহার আলীর ছেলে, ইদ্রিস আলী (বিদু) বিবাদী চাচাতো ভাই এর জমি ৬ বছরের লিজ নিয়ে কলা চাষ করে আসছিলেন। তার চাচাতো ভাই নবাব আলী, পিতা মৃত মোজাহার আলী এর সাথে ওই জমি নিয়ে কদিন আগে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের সময় ইদ্রিস আলী বিদুর চাচাতো ভাই নবাব আলী হুমকিও দিয়েছিলেন, দেখে নেয়ার ও কলাবাগান নষ্ট করার। পরে ওই ঘটনার পর পুঠিয়া থানায় ২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন ভুক্তভোগী কলা চাষী ইদ্রিস আলী (বিদু)।
এ বিষয়ে কয়েকজন এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, সকালে আমরা কাজে বের হলে দেখতে পায় কলার গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে। কে বা কারা কখন কিভাবে কেটেছে তা আমরা জানিনা।
এই বিষয়ে ইদ্রিস আলী (বিদু) তিনি বলেন, প্রায় পাঁচ সাতদিন আগে আমার চাচাতো ভাই আমাকে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয় জমি ছেড়ে না দিলে বিভিন্ন ভাবে আমার ক্ষয়ক্ষতি করবে বলে আমাকে ভয় ভীতি দেখায়। এমনকি আমার লিজ নেয়া ঐ জমির কলা গাছ গুলো নষ্ট করে দেবার হুমকি দিয়েছিল। আমি মনে করি আমার চাচাতো ভাই ছাড়া কেউ এই ক্ষতি করবে না তবে তার সাথে তার স্ত্রী নাসিমা ছিল। এই ঘটনার আমি বিচার চাই।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ওই ঘটনায় একটি থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বিএ/