মুক্তির পর বক্স অফিসে একের পর এক নজির গড়ছে সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর-টু। প্রাথমিক রিপোর্ট বলছে, মুক্তির ১৬ নম্বর দিনে শনিবার (২৬ আগস্ট) দেশের বক্স অফিসে ১২.৫০ কোটি রুপি আয় করেছে ‘গদর টু। আর এর মধ্য দিয়ে ‘কেজিএফ চ্যাপ্টার টুর হিন্দি ভার্সনের আয়কে ছাড়িয়ে গেল সিনেমাটি।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৬ দিনে এই সিনেমার মোট আয় ৪৩৮.৭০ কোটি রুপি। আর ‘কেজিএফ চ্যাপ্টার টুর হিন্দি ভার্সনের মোট আয় ৪৩৪.৭০ কোটি রুপি। রোববার ‘গদর টুর কালেকশনের অঙ্কটা আরও খানিকটা বাড়বে। বিশেষজ্ঞদের ধারণা হিন্দি সিনেমার ইতিহাসের তিন নম্বর সিনেমা হিসাবে রোববার ৪৫০ কোটির গণ্ডি পার করবে ‘গদর টু।
এই মুহূর্তে আয়ের নিরিখে ‘গদর টুর আগে ৫০০ কোটির ক্লাবে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান এবং প্রভাসের ‘বাহুবলী টু (হিন্দি ভার্সন)।
বক্স অফিস বিশেষজ্ঞদের মতে অতি সহজেই ৫০০ কোটির ক্লাবের তৃতীয় ছবি হিসেবে নাম লেখাবে ‘গদর টু।
রিপোর্ট অনুযায়ী, ভারতের বাজারে ‘পাঠান-এর কালেকশন ৫৪৩.০৫ কোটি রুপি। এরপর রয়েছে ‘বাহুবলী টু (হিন্দি), যার মোট আয় ৫১০.৯৯ কোটি রুপি।
বর্তমানে ২০২৩ সালের সর্বাধিক উপার্জিত বলিউড সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘গদর টু। প্রথমস্থানে অবশ্যই শাহরুখের ‘পাঠান। ‘গদর টুর সাফল্যে আপ্লুত সানি।
ভিডিও বার্তায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাকে বলতে শোনা যায়, আপনাদের সবার ‘গদর টু ভালো লেগেছে দেখে আমি খুব খুশি। আমি কোনোদিনও ভাবিনি এমনটা ঘটবে। আমরা ৪০০ কোটির গণ্ডি পার করেছি এবং আরও দূর যাব। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদেরই জন্য। আপনাদের ভালো লেগেছে সিনেমাটি। তারা সিং আর সাকিনা আর পুরো গদর পরিবারকে আপনারা ভালোবাসা দিয়েছেন।
বিএ/