নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ওবায়দুল্লাহ নামের এক শিবির নেতাকে বাড়ি থেকে ধরে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে পবা নতুনপাড়া (গাংপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে আটক করে। ওবায়দুল্লাহ শাহমখদুম থানা শিবিরের সহসভাপতি ও গাংপাড়া গ্রামের মোশারফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা খবর ২৪ ঘণ্টাকে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শাহমখদুম থানা পুলিশের এসআই জাহাঙ্গীর ও বায়া পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শামিউল, এএসআই আতিক সঙ্গীয় ফোর্সসহ শিবির নেতা ওবায়দুলাহকে তার বাড়ি থেকে আটক করে। ধরার কিছুক্ষণ পরেই তাকে অজ্ঞাত কারণে ছেড়ে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেছে। শিবির নেতাকে ধরে ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান শিবির নেতা ধরে ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, বিষয়টি কে বা কারা ডিসি স্যারকে জানিয়েছে। সন্ধ্যার সময় এসআই জাহাঙ্গীরকে ফুল আনতে পাঠানো হয়েছিল। আর এএসআই শামিউল ও এএসআই আতিক নামে শাহমখদুম থানায় কেউ নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
তবে, নগরীর বায়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজান বলেন, তার ফাঁড়িতে এএসআই শামিউল ও এএসআই আতিক রয়েছে। তারা মতিহার থানা থেকে শাহমখদুম থানায় এসেছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান পিপিএম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/আরএস