খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: স্বস্তিকা মানেই পরিচালক-প্রযোজকের ভাঁড়ে মা লক্ষ্মী। তবুও নায়িকাকে ছবি থেকে ছেঁটে ফেললেন পরিচালক অঞ্জন দত্ত। বেশকিছুদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন চলছিল, অঞ্জনের আগামী ছবি ‘ফাইনালি ভালোবাসা’তে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকাকে। কিন্তু সব জল্পনা নাকোচ করে দিলেন পরিচালক। ‘ফাইনালি ভালোবাসা’-তে থাকছেন না স্বস্তিকা। বদলে শোনা যাচ্ছে, রাইমা সেনের নাম।
জানিয়ে রাখি, অঞ্জনের ‘নায়িকা বদল’-এর পিছনে রয়েছে আরেক পরিচালক। ক্যামেরার ব্যাকসিট ছেড়ে ‘ফাইনালি ভালোবাসা’-তে অভিনয় করবেন অরিন্দম শীল। আর অরিন্দমের সঙ্গে স্বস্তিকা সম্পর্ক এখন আদায়-কাঁচকলায়। তাই পরিচালকের এই সিদ্ধান্ত। কিন্তু এবিষয়ে মুখ খুলছেন না দুই পরিচালকের কেউই। অঞ্জনের কথায়, “এরকম কিছুই নয়”।
সূত্রের খবর অনুযায়ী, ছবিতে এক দুষ্টু চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অরিন্দমকে। যিনি তাঁর বউকে কখনও ভালোবাসেন। কখনও বা মারেন। এই চরিত্রে নিয়ে ভীষণ এক্সসাইটেড অরিন্দম। পরিচালকের বউয়ের ভূমিকায় নাম রয়েছে রাইমা। যদিও অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
খবর২৪ঘণ্টা.কম/রখ