কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর জননেতা মাওলানা ড.কেরামত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর ব্যাস্ততম এলাকা বিন্দুর মোড় রেলগেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শালবাগানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ আব্দুস সামাদ, যুব সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সভাপতি ওসামা রায়হান,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আহমেদ আব্দুল্লাহসহ বিভিন্ন থানা আমীর, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
বিএ/