1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৩৪ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৩৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলা, ২০২৩

আলজেরিয়াজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ সেনা সদস্যও রয়েছেন। আগুন নেভানোর চেষ্টার সময় প্রাণ হারান তারা। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার আলজেরিয়ার ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাজারও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ারসার্ভিসের প্রায় ৮ হাজার কর্মী কাজ করছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এর মধ্যে বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ১০ সেনা সদস্য নিহত হয়েছেন। আগুনের কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বিবিসি বলছে, সাম্প্রতিক দিনগুলোতে আলজেরিয়ার উত্তরাঞ্চলে তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়েছে। অনেক স্থানের তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST