1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চীনে স্কুলে জিমের ছাদ ধসে ১১ খেলোয়াড় নিহত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

চীনে স্কুলে জিমের ছাদ ধসে ১১ খেলোয়াড় নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলা, ২০২৩

চীনের উত্তর-পূর্ব প্রদেশের কিকিহার শহরের একটি স্কুলের জিমের ছাদ ধসে পড়েছে। এই দুর্ঘটনায় স্কুলের অন্তত ১১ নারী ভলিবল খেলোয়াড় নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও আটজন ভলিবল খেলোয়াড়।

সোমবার (২৪ জুলাই) চীনের স্থানীয় সময় দুপুর ৩টার এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। জিমনেসিয়ামটি একটি স্কুলের নারী ভলিবল দলের অনুশীলনে ব্যবহার করা হচ্ছিল।

দুর্ঘটনার পর দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন ওই স্কুলের ভলিবল দলের কোচ। তিনি ধসে পড়া ছাদের বাইরে থেকে মেয়েদের নাম ধরে ডাকছিলেন, যদিও কোনো সাড়া মেলেনি।

ইতোমধ্যে সেই ভবন ধসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করছেন চীনের মানুষেরা। ভিডিওটি শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, ‘এ দেশে আইন ভাঙার শাস্তি খুবই কম। আইনের প্রতি মানুষের কোনো শ্রদ্ধাবোধ নেই। ফলে, এসব দুর্ঘটনা ঘটছে।

এদিকে নিহত খেলোয়াড়দের পরিবারের দাবি, উদ্ধাররকর্মীরা ঠিকমতো নিজেদের কাজ করছে না। এমনকি তাদের সন্তানের মরদেহের কাছেও যেতে দিচ্ছে না। নিরাপত্তা বিষয়ে সবকিছু নিশ্চিত না হয়ে শিক্ষার্থীদের সেখানে পাঠানো নিয়ে স্কুল কর্তৃপক্ষের প্রতিও নিজেদের ক্ষোভপ্রকাশ করছেন অভিভাবকরা।

ভবনটির ছাদে অবৈধভাবে পার্লাইট রাখা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পাশের নির্মাণাধীন ভবনের কাজের জন্যই জিমনেসিয়ামের ছাদে অধিক পরিমাণে রাখা হয়েছিল পদার্থটি। ওই নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধানকে আটক করেছে পুলিশ।

পার্লাইট মূলত একটি পদার্থ যা, বেশি পরিমাণে পানি শুষে নেওয়ার কাজ করে। পাশের নির্মাণাধীন ভবনের কাজের জন্যই জিমনেসিয়ামের ছাদে অধিক পরিমাণে রাখা হয়েছিল পদার্থটি। খবর-বিবিসি

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST