বিশেষ পদ্ধতিতে পুলিশের ৫২৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হচ্ছে। তাদের জন্য পদ তৈরি করা হবে। তাদের পদায়ন হবে ইনসিটু পদ্ধতিতে অর্থাৎ পদোন্নতি পেলেও আগের পদে দায়িত্ব পালন করবেন তারা।
২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সুপারনিউমারারি পদ সৃজন সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
পুলিশ ও এনটিএমসি শাখার অতিরিক্ত সচিব মো. আলী হোসেনের সভাপতিত্বে সর্বশেষ সভা হয়। ওই সভায় ৫২৯ জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়। শিগগিরই সিদ্ধান্তের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালকে অবগত করা হবে। এর পরই প্রজ্ঞাপন জারি করা হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইনসিটু পদায়ন দেওয়া হবে অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) এ পদমর্যাদার ১৫ এবং একই পদে গ্রেড-২ পদমর্যাদার ৩৪ কর্মকর্তাকে।
এছাড়া ডিআইজি হিসেবে ১৪০, অতিরিক্ত ডিআইজি ১৫০ এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৯০ কর্মকর্তা এই পদোন্নতি পাবেন।
বিএ/