ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় করা মামলায় সেন্ট্রাল হাসপাতালের শাহজাদী ও মুনা নামের দুই চিকিৎসকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন সোহাগের আদালত এ আদেশ দেন।
এদিকে, ওই দুই চিকিৎসকের জামিন হওয়ায় চলমান ধর্মঘট স্থগিত করে প্রাইভেট চেম্বার ও অপারেশন আবার চালুর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
এর আগে, সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, প্রতারণা ও ভুল চিকিৎসায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১৪ জুন ধানমন্ডি থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন নিহতের স্বামী ইয়াকুব আলী।
মামলার আসামিরা হলেন ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজ। এরপর গত ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। কিন্তু সংযুক্তা সাহা তখন দেশে ছিলেন না। হাসপাতাল কর্তৃপক্ষ তথ্যটি গোপন রাখেন।
পরে অন্য একজন চিকিৎসক ওই প্রসূতির ডেলিভারি করতে যান। কিন্তু ওই চিকিৎসক প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করা হয়। এতে বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে।
এ অব্স্থায় স্বামী ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের কোনো সহযোগিতা না পেয়ে পরে তার স্ত্রীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান। কিন্তু গত ১৮ জুন মাহবুবা রহমান আঁখিও মারা যান।
বিএ/