নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বিলশিমলা এলাকায় কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ হয়ে শান্তা খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শান্তা ওই এলাকার সবজি ব্যবসায়ী আশিক রেজার স্ত্রী।
আশিক রেজা জানান, রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে কেরোসিনের চুলায় রান্না করছিলেন শান্তা। এসময় চুলা বিস্ফোরিত হয়ে শান্তার শরীরে আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে আশিক রেজাও আহত হন। পরে তাদের রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে শান্তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিলো। আর আশিক প্রাথমিক চিকিৎসা নেন। পরে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় শান্তার মৃত্যু হয়।
তার বাবার বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শান্তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ