1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাত পোহালেই  ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

রাত পোহালেই  ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) অন্য নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে। এছাড়া নির্বাচন কেন্দ্রে করে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা।

রাজশাহী নির্বাচন অফিসের তথ্য মতে, সিটি নির্বাচনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৫টি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসারসহ ৩ হাজার ৬১৪ নির্বাচনী কর্মকর্তা মাঠে থাকবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবেন ৩ হাজার ৫০০ পুলিশ সদস্য, ২০০ র্যাব সদস্যসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে ১০ প্লাটুন বিজিবি। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়া মাঠে থাকছেন নির্বাচন কমিশনের ১০ জন নিজস্ব পর্যবেক্ষক।

মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টায় রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অডিটরিয়াম থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করা হয়। এসময় প্রিসাইডিং কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নেন। রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এবং সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসাইন প্রিসাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন।

এদিকে, নির্বচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, একটি মডেল নির্বাচন উপহার দিতে চান চাই। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পাঁচস্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি বলেন, সব কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। কোনোরকম বিশৃঙ্খলা ঘটতে দেওয়া হবে না। বুধবার ভোট চলাকালে কেন্দ্রের নিরাপত্তায় থাকবেন প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১৪৮টি গুরুত্বপূর্ণ এবং সাতটি সাধারণ ভোটকেন্দ্র। আমরা সব কেন্দ্রকেই গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রতিটি কেন্দ্র এলাকায় পাঁচস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রতিটি কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। তাই কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন।

তিনি বলেন, আমাদের ১০ জনকে নির্বাচন পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে। আশা করছি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পারবো।

বুধবার (২১ জুন) রাজশাহী সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২। এবার ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোটার হয়েছেন।

জ/ন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST