খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার দুপুর ১টায় এ ঘটনা ঘটেছে।
গৌরীপুর থানা পুলিশের ওসি দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ