1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১ জুন, ২০২৩

ফেনীতে আসাদুজ্জামান খান পিন্টু নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৩১ মে) রাতে সোনাগাজীর সফরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

ফেনীস্থ র‍্যাব-৭ এর অধিনায়ক মো. সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান খান পিন্টু সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের আইয়ুব খানের ছেলে। তিনি সোনাগাজী উপজেলার সাহেবের হাট সফিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের দফতরি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হয়ে ১৭ বছর পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, দফতরি নিয়োগকে কেন্দ্র করে ২০০২ সালের ২২ এপ্রিল সোনাগাজীর সাহেবের হাট আলহাজ্ব সফি উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে হত্যা করা হয় দফতরি মাহবুবুল হককে (৪৫)। এ ঘটনায় নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার এজহারভুক্ত ৩ নম্বর আসামি পিন্টু গ্রেফতারের পর ২০০৬ সাল থেকে পলাতক ছিলেন। এ মামলায় আদালত যাবতীয় প্রক্রীয়া শেষ করে ২০১১ সালের ৩০ মে পিন্টুসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।

অধিনায়ক মো. সাদিকুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত আসামি পিন্টু নাম ঠিকানা পরিবর্তন করে দেশ-বিদেশে আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সোনাগাজীর সফরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পিন্টুকে গ্রেফতারের পর সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, র‍্যাবের হাতে গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST