রাজশাহীর পুঠিয়ায় নিজ ঘর থেকে আলমগীর হোসেন (৪০) নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে অাটটার দিকে এ ঘটনা ঘটে। আলমগীর বানেশ্বর খুঁটিপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
নিহতের প্রতিবেশী শিউলি বেগম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে তাকে ঘরে আড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। এরপর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি বলেন, আলমগীর হোসেন দীর্ঘদিন থেকে মানষিক সদস্যায় ভুগছিল। বাড়িতে না থেকে মাঝে মাঝে বিভিন্ন মাজারে চলে যেত আলমগীর।
থানার ওসি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তি মানষিক রোগি ছিল। প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আর মৃতের পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।
বিএ/