নাটোরের বড়াইগ্রামে রাস্তায় দাড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় শিপন (৩৫) নামে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছে।
এসময় আহত হয়েছে আরো ৩ জন। মঙ্গলবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর তরমুজ তেল পাম্প এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শিপন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাআজমপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ঢাকার এয়ারপোর্ট থেকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কুষ্টিয়ার উদ্যোশে যাচ্ছিলেন। পথে মধ্যে ওই এলাকায় পৌঁছালে মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসটি সজোড়ে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ওই যাত্রী নিহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ট্রাক ও মাইক্রোবাসটি থানায় জব্দ করা হয়।
বিএ/