পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ
রাজশাহীর পুঠিয়ায় আইন মন্ত্রণালয়ের সহকারি সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। এরপর গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব বরাবর প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২ টার দিকে বারইপাড়া গ্রামবাসীর ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেনউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু সহ গ্রামের মাতাব্বর আব্দুর রশিদ।
পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু বলেন, আইন মন্ত্রণালয়ের সহকারি সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলামের বাড়ি পুঠিয়ার বারইপাড়া গ্রামে। আর আইন মন্ত্রণালয়ের চাকুরির সুবাদে তিনি ঘুষ-দূর্নীতি, ভুমি দখল, নিয়োগ বানিজ্যসহ নানা অপকর্ম করে আসছেন। আর এ সকল অনিয়ম করে তিনি রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে গেছেন। তিনি আরও বলেন, অভিযুক্ত আরিফুলের নানা অপকর্মে গ্রামবাসি অতিষ্ঠ। যার ফলে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
এবিষয়ে আইন মন্ত্রণালয়ের সহকারি সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। যা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। তিনি বলেন, সরেজমিন তদন্ত করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে।