1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস ঘুষ ও দুর্নীতির 'স্বর্গরাজ্য' - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০:২১ পূর্বাহ্ন

পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস ঘুষ ও দুর্নীতির ‘স্বর্গরাজ্য’

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস এখন বহিরাগত দালালদের নিয়ন্ত্রনে ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

অভিযোগ উঠেছে, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা (নায়েব) খাদেমুল ইসলাম প্রায় ৪ বছর ধরে একই অফিসে থাকায় সেবা গ্রহিতাদের কাছ থেকে অনৈতিক ভাবে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে।

ওই অফিসে নায়েব খাদেমুলের পাশে বসে চুক্তি ভিক্তিক কম্পিউটার অপারেটর তুহিন ও সজিব নামের দুই যুবক টাকা ছাড়া কোন কাজই করেন না। ভূমি সংক্রান্ত যেকোন সেবার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা। এসব দুর্নীতিবাজ ব্যাক্তির কারনে ভুমি অফিস এখন গ্রাহকদের হয়রানি নিত্ত-নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তুলা সহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অনৈতিক ভাবে বাড়তি টাকা নেয়া হচ্ছে।

সেবা গ্রহিতাদের অভিযোগ, চুক্তির টাকা ছাড়া কোন ফাইলই নড়ে না। টাকা না দিলে নির্ধারিত সময়ে কোন কাজ আদায় করা যায় না। ওই ভূমি অফিসের কর্মকর্তা আর বহিরাগত দালালরা গ্রাহক থেকে বাড়তি টাকা নেয়ার পরও বিভিন্ন ভাবে হয়রানি করে থাকেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের বারান্দার টেবিলে গোল্ডলিফ সিগারেটের প্যাকেট সামনে রেখে খাজনা দেয়ার বইতে দীর্ঘবছরের বহিরাগত দালাল খামারু হোল্ডিং খুলছে।

জমির খাজনা দিতে আসা লোকজনের কাছে জানতে চাইলে তারা জানান, খামারু বছরের পর বছর এই অফিসে বহাল তবিয়তে ঘুষ বাণিজ্য করে আসছেন । যে তহশীলদার বদলি হয়ে আসুক না কেন, তার কাছে সবাই কুপোকাত। তারা জানান, খামারু ঘর জামাইয়ের মত অফিসেই থাকেন জামাই আদরে। অফিসের একটি ঘরে তার আস্তানা তিনি থাকেন ঘুমান ওই অফিস ঘরেই।
নাম প্রকাশ না করা শর্তে এক ভুক্তভোগী জানান, ভুমি অফিসের দালাল খামারু জমি খারিজের জন্য ৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ঝামেলায় পড়ার ভয়ে টাকা দিয়ে আবেদন করি।
খোঁজ নিয়ে জানাগেছে, দালাল খামারু ভুমি নায়েব খাদেমুলের সাথে মধ্যস্থা করে থাকেন। তার নিয়ন্ত্রনে থাকা অফিসের ঘরে বছরের পর খারিজের নথি আটকে রেখেছেন। হররানির স্বিকার ভুক্তভোগীরা বছরের পর বছর ধর্ণা দিয়ে কাজ হচ্ছে না!

সরেজমিনে, অফিস ঘরে ঢুকতেই দেখা গেল ভিন্ন চিত্র । সকলেই যেন দৌড়া-দৌড়ি শুরু করেছেন । নায়েবের পাশে বসা যু্বক তুহিন ও সজিব নামের কম্পিউটার অপারেটরের কাছে। সে খাজনা দেওয়ার লোকের কাছে থেকে রেজিস্টেশন করে দেয়ার নামে ২০০ টাকা নিতে বাগবিতন্ডা করছে । পরে জানা গেল, কম্পিউটার অপারেটর তুহিন ও সজিব ই তো অফিসের বস । তারা অনলাইনের সকল খাজনা ও খারিজের কাজ করে থাকেন । খারিজের আবেদনের জন্য তিনি ১ দলিলের জন্য ৮০০ টাকা করে নেন । তারপরে দলিল বেশি হলে পরের দলিলের সাতে ৪০০ টাকা করে যোগ করে দিতে হয় । এছাড়া অন্য কোথাও আবেদন করলে সেই খারিজ বাতিলের প্রস্তাব দেন । ভুমি নায়েব খাদেমুল কম্পিউটারের কোন কাজ জানেন না তাই এই তুহিন ও সজিবের কাছে নায়েবসহ এলাকাবাসি জিম্মি হয়ে গেছেন । জানতে চাইলে শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ( নায়েব) খাদেমুল ইসলাম বলেন, খামারু উমেদারের দায়িত্বে আছে। তবে তিনি উমেদার খামারু, কম্পিউটার অপারেটর সজিব ও তুহিনকে নিয়ে গভীর রাত পযর্ন্ত অফিস করার কথা স্বিকার করেছেন। অফিসে ঘুষ বাণিজ্যের বিষয়ে তিনি বলেন, আমাদের কাজ আমরা করবো। এসিল্যান্ড স্যারের নির্দেশ ছাড়া এলাকায় তথ্য সংগ্রহ করা যাবে না। স্যারের নির্দেশ নিয়ে এলাকায় আসতে হবে ।

এব্যাপারে, পুঠিয়া উপজেলার সহকারি কমিশনার (ভুমি) আরাফাত আমান আজিজ মুঠোফোনে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে, রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ মুঠোফোনে বলেন, উপজেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া আছে। শিলমাড়িয়া ভুমি অফিস বিষয়ে তদন্ত পুর্বক দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

চরম দুর্নীতিগ্রস্থ নায়েব খাদেমুলসহ বহিরাগত দালালদের শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস থেকে দ্রুত অপসারণের দাবি জানিয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। তাদের জোর দাবি নায়েবকে বদলিসহ সকল বহিরাগত দালাল মুক্ত অফিসের পরিবেশ সৃষ্টি করা।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST