বগুড়ায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার নামুজা সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত নসির উদ্দিনের ছেলে। তিনি গরু ও চালের ব্যবসা করতেন।
নিহতের ছেলে আতিকুল ইসলাম শুভ বলেন, ‘বুধবার বাবা নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে সেখানেই স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় করে আড়াই লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র দেড়শ গজ দূরে দুর্বত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে টাকা নিয়ে চম্পট দেয়।
শুভ বলেন, ‘বাবার কাছে থাকায় আড়াই লাখ টাকা পাওয়া যায়নি। প্রথমে জানতে পারি বাড়ির সামনে বাবা দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে এসে দেখি দুর্বৃত্তরা কুপিয়ে বাবাকে হত্যা করেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বলেন, দুর্বৃত্তরা নামুজায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
বিএ/