রাজশাহীতে অস্ত্রসহ কাজল (২০) নামে এক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫।
এসময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, ১টি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়।
গত শনিবার (৬ মে) দিনগত গভীর রাতে রাজশাহীর চারঘাট উপজেলার রাউথা এছারের বটতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৭ মে) র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত কাজল পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের কামালের ছেলে।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, চারঘাট উপজেলার রাউথা বটতলা মোড় এলাকায় এক ব্যক্তি অবৈধ দ্রব্যসহ অবস্থান করছে।
খবর পেয়ে শনিবার দিবাগত রাত ১টার র্যাবের ওই দল রাউথা এছারের বটতলা মোড় এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট অবৈধ অস্ত্র ওয়ান শুটারগান থাকার বিষয়টি সে স্বীকার করেছে।
এব্যাপারে, চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএ/