রাজশাহীর পুঠিয়ায় গরুবাহী ইঞ্জিন চালিত নসিমন ও মাইক্রোবাসের মূখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ি সাদ্দাম হোসেন (৪৫) নিহত হয়েছেন।
এ ঘটনায় নসিমনের চালকসহ আরও ৮ জন ব্যবসায়ি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
নিহত গরু ব্যবসায়ি সাদ্দাম হোসেন নাটোর সদর উপজেলার হালসা গ্রামের মাজদার আলীর ছেলে।
রোববার (৭ মে) দুপুর বারোটার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ওসি মোফাখ্খারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি নসিমনে গরু নিয়ে ওই ব্যবসায়িরা রাজশাহী সিটির হাটে যাচ্ছিলেন। অপরদিকে একটি মাইক্রোবাস রাজশাহী থেকে নাটোরের দিকে আসছিল। পথে তারাপুর ফকিরপাড়া নামক স্থানে আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ীর মূখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন গরু ব্যবসায়ি মারা যান। সেই সাথে নসিমনের চালকসহ আরও ৮ জন গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।