1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ব্রিটিশ রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

ব্রিটিশ রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস

  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩

ব্রিটিশ রাজমুকুট পরেছেন রাজা তৃতীয় চার্লস
ব্রিটিশ রাজমুকুট পরেছেন রাজা তৃতীয় চার্লস। ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তার মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট রাখেন।

এর মাধ্যমে রাজা তৃতীয় চার্লসকে ৪০তম সার্বভৌম ব্রিটিশ রাজা বলে ঘোষণা করা হয়েছে।

এর আগে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলে হাত রেখে শপথ বাক্য পাঠ করে ব্রিটেনের ৪০তম রাজার দায়িত্ব গ্রহণ করেন তিনি।

রাজার মাথায় যে মুকুটটি শোভা পাচ্ছে এটি ১৭ শতকে তৈরি করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ তার জীবদ্দশায় অন্য আরেকটি মুকুট পরতেন। এটি শুধুমাত্র রানির জন্যই তৈরি করা হয়েছিল। তবে ১৯৫৩ সালে রাজ্যাভিষেকে রানিও এই মুকুটটি পরিধান করেছিলেন। মুকুটটি ভারী হওয়ায় শুধুমাত্র অভিষেক অনুষ্ঠানে এটি ব্যবহারের প্রচলন শুরু হয়।

এটি রানি এলিজাবেথের আমলে লন্ডন ব্রিজে সংরক্ষিত ছিল। এলিজাবেথ মারা যাওয়ার পর মুকুটটি সেখান থেকে নিয়ে আসা হয় এবং এতে কিছু সংস্কার কাজ করা হয়।

এই মুকুটটি তৈরি করা হয়েছে খাঁটি সোনা, রুবির আবরণ, মণি, নীলকান্তমণি, পোখরাজ ও টুম্যালিন ব্যবহার করে।

কিছুক্ষণ আগে রাজ্যাভিষেকের জন্য ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় ও তার রানী কনসর্ট ক্যামিলা বাকিংহাম প্রাসাদ ত্যাগ করেন। তারা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাদের রাজ্যাভিষেকের জন্য মধ্য লন্ডনের মধ্য দিয়ে ডায়মন্ড জুবিলি স্টেট কোচে করে যাত্রা করেন।

ওই সময় রাজপ্রাসাদের সামনে দ্য মলের দিকে অসংখ্য সেনা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। তারা তাদের অস্ত্র প্রদর্শন করেন এবং “ঈশ্বর রাজাকে রক্ষা কর” বলে চিৎকার করেন। তখন ব্রিটেনের রাজার ঘোড়ার গাড়িটিকে লক্ষ্য করে হাজার হাজার দর্শক উল্লাস করেন।

বাকিংহাম প্রাসাদ থেকে আল-জাজিরার প্রতিনিধি জোনাহ হুল বলেছেন, রাজা চার্লসের ঘোড়ার গাড়ির কোচটি মূলত ক্রসের দুথটি টুকরো। এ রাজ্যাভিষেকের অনুষ্ঠানের আগের সপ্তাহগুলোতে এটা ভ্যাটিকান কর্তৃপক্ষ দান করেছে।

তিনি বলেন, এ পুরো রাজ্যাভিষেকটি ওই ঘোড়ার গাড়িটির মতো ঐতিহ্য এবং প্রতীকী জিনিসগুলো নিয়ে অনুষ্ঠিত হবে।

ওয়েস্টমিনস্টার অ্যাবির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাজা চার্লস আরেকটি শোভাযাত্রা সহযোগে বাকিংহাম প্রাসাদে ফিরে যাবেন। সূত্র- আল-জাজিরা, বিবিসি

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST