নাটোরের লালপুরে লালমনিরহাট হাট গামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩ মে) ভোর রাতের দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ রেলব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, ঢাকা থেকে লালমনিরহাট গামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ। তবে এ খবর লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি ।
তিনি আরও জানান পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
বিএ/