1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঠাকুরগাঁও‌য়ের রাণীশং‌কৈলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও‌য়ের রাণীশং‌কৈলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

“বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে আইনগত সহায়তা দিবস উদযাপনের র‌্যা‌লি ও উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লিগ্যাল এইড কমিটি’র আয়োজনে রাণীশংকৈল
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আইনগত সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, তথ্য সেবা কর্মকর্তা হালিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলাতে রয়েছে আইনি সহায়তা কেন্দ্র। কোন মানুষ যেস অর্থাভাবে, নির্বিচারে শেষ না হয়ে যায়। কেউ যেন বলতে না পারে দেশের বিচার ব্যবস্থায় সাধারণ মানুষের কোন মূল্যায়ন নাই। তারই পরিপ্রেক্ষিতে আইন ও বিচার বিভাগের আওতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গঠিত হয়েছে। দেশের প্রতিটি গরীব-অসহায় মানুষ যেন বিনা পয়সায় ন্যায় বিচার পায় সেই লক্ষ্যে গঠন হয়েছে এই সংস্থা। এখন পর্যন্ত এই সংস্থার অনেক অবদান রয়েছে।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে যে অবদান রেখে চলেছেন তা যেন আমরা দেশের প্রতিটি কোণে কোণে পৌঁছে দিতে পারি। এই সংস্থা’র সেবা থেকে কেউ যেন বাদ না পড়ে সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেই সাথে দেশের সকল অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST