চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের সাবেক নেতা খাইরুল আলম ওরফে জেম (৪৮) হত্যা মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ অফিসে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মিলন ওরফে বেলাল ইসলাম, নিতাই চৌধুরী, সাজু ইসলাম, মো. রানা ওরফে ছোট রানা ও নূর আলম ওরফে আলম। এরা সবাই জাহার নামীয় আসামি এবং ঘটনার পর থেকেই পলাতক ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গতকাল সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল ও দুটি রক্তমাখা হাতুরী উদ্ধার করা হয়।
এদিকে গত রোববার রাতে গ্রেফতারকৃত অপর পাঁচ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করা হলে আজ শুনানী শেষে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।
রিমান্ডকৃত আসামিরা হচ্ছে জেম হত্যায় সরাসরি অংশ নেয়া জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল, চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে রানা, মো. ইব্রাহিম ওরফে হাবা, শামীম রেজা ও মিলন হোসেন। এর আগে এই মামলায় সন্দেহভাজন তিন জনসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উলেখ্য, বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়নমোড় নামক স্থানে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা।
বিএ/