রাজশাহীর পুঠিয়ায় ঈদুল ফিতরের নামাজ শেষে উঠানো টাকার হিসাব চাওয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকাল দশটার দিকে পুঠিয়ার সৈয়দপুর পশ্চিম পাড়া ঈদগাহ মাঠের উঠানো টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। দুই গ্রুপের সংঘর্ষ এক পর্যায়ে সৈয়দপুর বাজারে ও গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত ফজলুর রহমান জানান, নামাজ শেষে ওই ঈদগাহ মাঠের টাকার হিসাব চায় নাজিম (২৫) নামের এক যুবক। একই এলাকার উজ্জ্বল (২৪) নামের অপর একজন তার বিরোধিতা করে। কিছুক্ষণ পর উজ্জ্বল, আল-আমীন, সেন্টুসহ ১৫/২০ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে নাজিম, ফজলু, সেলিম, আকবরসহ ১৫ জন আহত হয়।
থানার তদন্ত কর্মকর্তা মুন্সি আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের পক্ষে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্হা নেয়া হবে।
বিএ/