1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আবারও ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

আবারও ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

আবারও ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখার অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া। ইকুয়েডরে চলমান অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের শেষ দিন মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী এই দুই দল।

বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ঈদ হওয়ার কথা আগামীকাল (২২ এপ্রিল)। যার ধারাবাহিকতায় ঈদের পরদিন অর্থাৎ আগামী ২৩ এপ্রিল বাংলাদেশ সময় ভোর ৬টায় ইকুয়েডরের মাঠ রদ্রিগো পাজ দেলগাদোতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা এই ম্যাচটি পরিণত হতে পারে শিরোপা নির্ধারণের ম্যাচ হিসেবেও।

অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম এই আসর এবার বসেছে ইকুয়েডরে। টুর্নামেন্টিতে প্রতিবারের মতো এবারও অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে গ্রুপ পর্বের ম্যাচগুলো।

গ্রুপ ‘এথ ও গ্রুপ ‘বিথ থেকে সেরা ছয়টি দল ফাইনাল রাউন্ডে উঠেছে। গ্রুপ এথতে ছিল ইকুয়েডর, ব্রাজিল, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়া। এর মধ্যে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ব্রাজিল, ৭ পয়েন্ট নিয়ে চিলি ও ৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর। অন্যদিকে গ্রুপ বি থেকে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। অপর দুইটি দল হলো, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা।

উল্লেখ্য, টুর্নামেন্টটির সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আলবিসেলেস্তেদের ঝুলিতে রয়েছে ৪টি শিরোপা। তাছাড়াও বলিভিয়া ও কলম্বিয়ার একবার করে চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি রয়েছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST