পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের মোট ২৭ হজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও পোশাক সামগ্রী বিতরণ করেছে নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর পৌর টেকনিক্যাল ও বি এম কলেজ মাঠে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে এই সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে তিনি পর্যায় ক্রমে উপজেলার ১০ টি ইউনিয়নে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এমপি বকুল জানান, উপজেলার মোট ১৫ হাজার পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী, ১০ হাজার পরিবারকে নগদ অর্থ প্রদান এবং ২ হাজার পরিবারকে নতুন কাপড় প্রদান করা হচ্ছে।
ঈদের আগের দিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
বিএ/