1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দিনাজপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহতধড় - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহতধড়

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জেলা চিরিরন্দর উপজেলার উচিৎপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উত্তম (৩৫) ও তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে সাত বছর বয়সী অর্ণব ও পল্লবীর ভাগিনা অপূর্ব (১০)।

আহতরা হলেন, পল্লবীর মা জ্যোতিকা রানী (৫০), ভাই শঙ্কর (৩) ও অপর ভাই পলাশ (৩৫)।

জানা গেছে, পরিবারের সকলে নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর থেকে দিনাজপুর সদর উপজেলার সিকদারহাটে এক কবিরাজের কাছে চিকিৎসার জন্য আসছিল। পথিমধ্যে চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে পিছন দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুথজন ও হাসপাতালে নেওয়া হলে আরও দুজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে দিনাজপুর এম আব্দুর

রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান,বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST