1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গুজরাটকে হারিয়ে শীর্ষে রাজস্থান - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

গুজরাটকে হারিয়ে শীর্ষে রাজস্থান

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

শুভমান গিল ও ডেভিড মিলারের ব্যাটে ভালো সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। কিন্তু ব্যাটিংয়ে নেমে সেই তাদের দারুণ ইনিংস ম্লান করে ঝড় তোলেন সাঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ার। রাজস্থান রয়্যালসকে জিতিয়ে তোলেন টেবিলের শীর্ষে।

রোববার (১৬ এপ্রিল) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গুজরাট। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে রাজস্থান। যার ফলে ৩ উইকেটের জয় পায় রাজস্থান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহার উইকেট হারায় গুজরাট। দলীয় ৫ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন সাহা। তার বিদায়ের পর সাই সুদর্শনকে নিয়ে জুটি গড়ে তোলার চেষ্টা করেন শুভমান গিল। তবে দলীয় ৩২ রানের মাথায় সুদর্শনের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় গুজরাট। এরপর পান্ডিয়াকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন শুভমান।

এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় গুজরাট। দলীয় ৯১ রানে পান্ডিয়া বিদায় নিলেও খুব বেশি সমস্যায় পড়েনি গুজরাট। মিলারকে নিয়ে নতুন করে জুটি গড়েন গিল। এরপর দলীয় ১২১ রানে ৩৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে আউট হন গিল। তার বিদায়ে কিছুটা চাপে পড়লেও লোয়ার অর্ডার আর মিডল অর্ডারদের দৃঢ়তায় ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় গুজরাট।
রাজস্থানের হয়ে সন্দীপ শর্মা সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন।

১৭৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। দলীয় ৪ রানের মাথায় ২ ব্যাটার জশওয়াল ও বাটলারকে হারিয়ে বড় ধাক্কা খায় রাজস্থান। এরপর পাডিকালকে নিয়ে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সানজু স্যামসন। যদিও দলীয় ৪৭ রানে পাডিকালের বিদায়ের পর চাপে পড়ে রাজস্থান। সেই চাপ সামাল দেওয়ার আগে ফের একবার উইকেট হারায় দলটি। এবার ফিরে যান রিয়ান পরাগ।

সবমিলিয়ে মাত্র ৫৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপ বাড়ায় রাজস্থান। এরপর হেটমায়ারকে নিয়ে বড় সংগ্রহ তাড়া করার কাজটা বেশ ভালোভাবেই করতে থাকেন স্যামসন। দুর্দান্ত খেলতে থাকা স্যামসন বিদায় নেন দলীয় ১১৪ রানে। ৩১ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন এই ডানহাতি ব্যাটার। তবে কে জানত নাটকের তখনও এতটা বাকি। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ঝড়ো ব্যাটিং করেন হেটমায়ার। খেলেন ২৬ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস।

শেষমেশ ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৯ রান তুলে জয়‌ ছিনিয়ে নেয় রাজস্থান। গুজরাটের হয়ে শামি ৩টি ও রশিদ খান ২টি উইকেট নেন।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST