সরকারের কোনো পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তারা হামলা ও নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু জনগণ তা সফল হতে দেবে না।
সোমবার (১০ এপ্রিল) রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন নাটোর সদর থানা বিএনপির নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নাটোরে আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এর আগে সেখানে সাবেক মন্ত্রী দুলু সাহেবের ওপর হামলা করেছে। শুধু নাটোর নয়, পরবর্তীতে খুলনা, হবিগঞ্জ, নোয়াখালীসহ সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।
তিনি বলেন, আহত আবুল হোসেন নাটোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, তাকে একা পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। পুলিশ তাকে রক্ষা না করলে মেরেই ফেলত।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের নেতারা মুখে গণতন্ত্রের কথা বলেন। কিন্তু কাজে করেন আরেকটা। আমরা আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে গেলে তারা হয়রানি, নির্যাতন ও হত্যার চেষ্টা করবে। এটা কখনও এদেশের জনগণ মেনে নেবে না।
বিএ/