বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ওয়ারেন্টভূক্ত আসামীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার বাগশায়েস্তা গ্রামের মৃত নরেন্দ্রনাথ কুমারের ছেলে অমৃত কুমার, কামাল হোসেনের ছেলে রবিউল, জতজয়রাম গ্রামের শাজাহান আলীর ছেলে রবিউল ইসলাম, ইকবার মালিথার ছেলে শাহিন হোসেন, দক্ষিন মিলিকবাঘা গ্রামের মৃত কোহিনুর সরকারের ছেলে রজব আলী। গত রোববার ও সোমবার (১৯-০২-১৮)এই দুই দিনে বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ধীরেন্দ্রনাথ প্রামানিক জানান, আটকের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ