রাজশাহীর পুঠিয়া পৌর শাখা বিএনপির কমিটির বড় দুই পদে নেতাকর্মীদের ভোটের মাধ্যমে করা হয়েছে। এতে বজলুর রশিদ সভাপতি পদে ১৪৯ ভোট ও হাসিবুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ২১৭ ভোট পেয়ে জয়ী হন।
শুক্রবার (৩১ মার্চ) বিএনপির পুঠিয়া উপজেলা শাখার অফিসে এই ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা ভোট দেন।
রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু, সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, সাবেক এমপি আব্দুস সাত্তার মণ্ডল, জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুবকর সিদ্দিক ভোট গ্রহণ কালে উপস্থিত ছিলেন।
এই নির্বাচনে রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকুনুজ্জামান আলম নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন। তিনি জানান, পুঠিয়া পৌর বিএনপির কমিটি গঠনের এই নির্বাচনে মোট ভোটার ছিল ৬৩৯ জন। এরমধ্যে ৩৭৩ জন ভোটার ভোট প্রদান করেন।
বিএ/