রাজবাড়ীতে একাধিক হত্যা মামলার আসামি বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ মাসুদ রানা ওরফে গুলি মাসুদ ওরফে ফেন্সি মাসুদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প)।
সোমবার (২৭ মার্চ) ভোর ৬টায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড এমোনেশন, একটি ধারাল চাকু ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।।
র্যাব ৮ ফরিদপুর ক্যাম্প অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প কমান্ডার শাইখ আক্তার।
তিনি জানান, মাসুদ চিহ্নিত একজন সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে হত্যা, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএ/