চাঁপাইনবাবগঞ্জের ভাোলাহাটের ময়ামারী মোড়ের কামার গাঁ নামক স্থানে বরই ও পিয়ারা ভর্তি ট্রাক পুকুরে উল্টে পড়ে ৫জন আহত হয়েছে।
শুক্রবার(২৪ মার্চ) রাতে ঢাকা মেট্রো-ড ১২:২৭৩৩ নম্বর এ ট্রাকটি কানসাট থেকে বরই ও পিয়ারা নিয়ে আসার পথে কামার গাঁ নামক স্থানে মাটিতে চাকা বসে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাক থাকা উপজেলার দূর্গাপুর গ্রামের উনু আলীর ছেলে সাকিল, ইসলামের ছেলর সুজন,আবুল কালামের ছেলে আলম, হোসেনের ছেলে রহিম, শিবগঞ্জ উপজলার কানসাট(মিলকিমাড়) শরিফুলের ছেলে শিউলি আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
বিএ/