রাজশাহীর পুঠিয়া বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ১১টার দিকে তিনি মারা যান।
আব্দুস সাত্তারের বাড়ি পুঠিয়া পৌর সদরের কাঠালবাড়িয়া ৭ নং ওয়ার্ডের সিক্স বিল্ডিং এলাকায়।
জানা গেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। একদিন পর শুক্রবার ১১টার দিকে মারা যান তিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে পুঠিয়া মোটর শ্রমিক অফিসে রাখা হয়েছে।
পবা হাইওয়ে থানা (শিবপুর হাট) পুলিশের ইন্সপেক্টর মোফাক্কারুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের জানা নাই। ওই শিক্ষকের পরিবার থেকেও কিছু জানানো হয়নি। আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। সবকিছু খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/