নওগাঁর পত্নীতলায় চ্যারিটি ওয়াটার এর আর্থিক সহায়তায় ব্র্যাক ওয়াশ কর্মসূচী কর্তৃক পরিচালিত ইনক্রিস অ্যাস্স টু ইমপ্রুভড ওয়াটার, স্যানিটশন এন্ড হাইজিন সার্ভিসেস ইন অ্যাক্রাস বাংলাদেশ শীর্ষক ও প্রকল্প বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাক-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরাজের সভাপতিত্বে অভিহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরি মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হক।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ওয়াশ কর্মসূচীর নওগাঁ জেলা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, ব্র্যাক জেলা সম্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধীজন প্রমুখ।
বিএ/