নানা কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসের সূর্যাদয়ের সাথে সাথর বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তালন। সকাল সাড়ে ৮টার সময় উপজেলা পরিষদ চত্বর জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ।
সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিরতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদ চরয়ারম্যান মো. রাবুল হোসেন।
অন্যদেন মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সেলিম রেজা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল হক ও মো. মুনিরুদ্দীন মুটুসহ অন্যরা।
এদিকে দিবসটি যথাযথ মর্যদায় পালন করেছে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযাগি সংগঠন।
বিএ/