1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

মহাদেবপুরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মারচ, ২০২৩

নওগাঁর মহাদেবপুরে বাঁশ ও বিভিন্ন গাছের ডাল কেটে নেয়ার অভিযোগে থানায় মামলা দেয়ায় আদালত থেকে জামিন নিয়ে এসে মামলার বাদী মো. গোলাম মোক্তাদেরকে মারপিট করে মিথ্যা মামলা দিয়ে ফঁাসানোর অভিযোগ করা হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের বেহাজত শিবদিঘী গামী পাকা রাস্তায়। সূত্র জানায়, বেহাজত (কাছলাপাড়া) গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে গোলাম মোক্তাদেরের বাগান থেকে দুই দফায় জোরপূর্বক ২৬০টি বাঁশ ও অন্যান্য গাছের ডালপালা কেটে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজনরা।

এ ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি গোলাম মোক্তাদের বাদী হয়ে তার সৎ ভাই আনোয়ার হোসেন ও আব্দুল ওহাব, আব্দুল ওহাবের স্ত্রী শাপলা বেগম, আল ফারুকের স্ত্রী মমতা বেগম, মৃত ইসমাইল হোসেনের ছেলে ছানোয়ার হোসেনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আসামীরা তাকে বিভিন্নভাবে হুমকী-ধামকী প্রদর্শন করতে থাকে। ওই মামলায় আসামীরা ২৬ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন নিয়ে এসে ওইদিন বিকেলে শিবদীঘি এলাকায় তাকে একা পেয়ে হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করতে থাকে। ঘটনার খবর পেয়ে তার মা মনোয়ারা বেওয়া ও স্ত্রী শোভা আরা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরকেও বেদম মারপিট করা হয়। এ সময় মোক্তাদির নিজেকে রক্ষার চেষ্টা করলে তার হাতে থাকা মোটরসাইকেলের চাবীর আঘাতে ওই গ্রামের মৃত মোজাফ্ফর রহমানের ছেলে মতিউর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গোলাম মোক্তাদের, তার মা মোনোয়ারা বেওয়া ও স্ত্রী শোভা আরাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় ওই রাতেই মতিউর রহমানের চাচাত ভাই নুরনবী বাদী হয়ে গোলাম মোক্তাদেরকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

আহত মতিউর রহমান জানান, মোটর সাইকেলের চাবী দিয়ে নয় তাকে হত্যার উদ্দেশ্যে মোক্তাদের চাকু দিয়ে তার বুকে ও মাথায় আঘাত করে।

মোক্তাদেরের মা মনোয়ারা বেওয়া ও স্ত্রী শোভা আরা জানান, আসামীরা আদালত থেকে জামিন নিয়ে এসে ওইদিন বিকেলে মতিউর রহমানসহ অন্যন্য আসামীরা মোক্তাদেরকে একা পেয়ে হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে বেদম মারপিট করতে থাকে। এ সময় মোক্তাদের নিজেকে বঁাচাতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী তার মামার বাড়ীতে দৌড়ে গেলে সেখান থেকে বাড়ীর দরজা ভেঙ্গে তাকে ধরে নিয়ে এসে বেদম মারপিট করে। খবর পেয়ে তাকে উদ্ধারে এগিয়ে গেলে আমাদেরকেও বেদম মারপিট করে। পরে পুলিশকে ফোন দিলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করে দেয়।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST