“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ মহাদেবপুরে শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ ক্যাম্পাসে আয়োজিত
প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, নওগঁা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহাসিন আলী, বাংলাদেশ ডেইরী এ্যাসোসিয়েশন মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আল-আমিন তানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. খুরশিদুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল, উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু হাসান, হাফিজুল হক বকুল প্রমুখ।
আলোচনার সভার পূর্বে প্রধান অতিথিসহ অতিথিগণ প্রাণিসম্পদ প্রদর্শণীর ৩২টি স্টোল পরিদর্শন করেন।
বিএ/