1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নোয়াখালীতে প্রতারণার মামলায় নারীসহ গ্রেপ্তার ৩ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে প্রতারণার মামলায় নারীসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জের এক ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয়ে প্রতারণার মামলায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. ওবায়দুল হকের ছেলে আবদুল্লাহ আল মাসুদ (২২), একই গ্রামের বাবুল চন্দ্র কুরির ছেলে জীবন চন্দ্র কুরি (২৯) ও ফরিদপুরের মধুখালী উপজেলার মৃত ইব্রাহীম সিকদারের স্ত্রী সুইটি আক্তার (২৬)। তিনি মাগুরা পৌরসভার দোয়ারপাড় এলাকার চুন্নু শেখের বাড়িতে বসবাস করেন।

গ্রেপ্তারের সময় আবদুল্লাহ আল মাসুদের কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি কর্মকর্তার ভুয়া পরিচয়পত্র, চারটি ভিজিটিং কার্ড, তিনটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি কর্মকর্তা পরিচয় দিয়ে আবদুল্লাহ আল মাসুদ বেগমগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে গোলাম রসুলের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরে সহযোগীদের নিয়ে কৌশলে মাসুদ ভুক্তভোগী গোলাম রসুলের ই-মেইল হ্যাক করেন। পরে ই-মেইল ব্যবহার করে গোলাম রসুলের ব্যাংকের হিসাব নম্বর থেকে বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে ২৭ লাখ ৪৮ হাজার ৮৯৭ টাকা সরিয়ে আত্মসাৎ করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গোলাম রসুলের দায়ের করা প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তার মামলায় আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডের অনুমতি পেলে টাকা উদ্ধারসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আবদুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় প্রতারণার মামলা রয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST