“সকলে মিলে বই পড়ি, সুখী সমৃদ্ধি দেশ গড়ি ও বিকাশ হোক সাংস্কৃতিক বাঁচুক প্রাণ প্রকৃতির” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় তিনদিন ব্যাপি বই মেলা এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উদীচী শিল্পীগোষ্ঠির উপজেলা শাখার আয়োজনে পুঠিয়া পরেশ নারায়ন সরকারি হাই স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদীচী শিল্পীগোষ্ঠির পুঠিয়া উপজেলা শাখার সভাপতি সানোয়ার হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ, থানার ওসি ফারুক হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কামাল হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির সহসভাপতি জুলফিকার আহম্মেদ গোলাপ।
এছাড়াও উপজেলা উদীচীর মফিজুল ইসলাম ডলার, আব্দুল হামিদ ও গ্রাম থিয়েটারের লাভলী সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অমৃৃতা ও সমৃতা সরকার।
বিএ/