রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বহুতল ভবনে আগুন লাগার পর দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডে ৯ জন আহত হয়েছেন এবং ভবনটি থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যরাতের ঠিক আগে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং প্রতিটি কক্ষে পরিদর্শন করা হচ্ছে।
রুশ তদন্ত কমিটি টেলিগ্রামে জানায়, ভবনটির পঞ্চম তলায় আগুন লাগার ঘটনায় তারা ফৌজদারি মামলা করেছেন।
রাশিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলো জানায়, মস্কোর তাগানস্কি জেলার ৪১ বছরের পুরাতন ভবনটির নিচের তলায় এমকেএম হোটেল এবং ওপরের তলাগুলোতে অ্যাপার্টমেন্ট রয়েছে।
তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন জরুরি পরিষেবা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাস জানায়, অগ্নিসংযোগের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । সূত্র- রয়টার্স